রবিবার , ৮ আগস্ট ২০২১ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হামলার হুমকিতে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৮, ২০২১ ১১:০১ পূর্বাহ্ণ
হামলার হুমকিতে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

Spread the love

বোমা হামলার হুমকির জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গতকাল শনিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থানা–পুলিশের কাছে একটি ই-মেইল আসে। সেখানে বিমানবন্দরে সন্ত্রাসী সংগঠন আল–কায়েদা বোমা হামলা চালাবে বলে উল্লেখ করা হয়। ই-মেইলে বলা হয়, আজ সিঙ্গাপুর থেকে করনবীর সুরি ওরফে মোহাম্মাদ জালাল এবং তাঁর স্ত্রী শাইলি শারদা ভারতে আসবেন। এর এক থেকে তিন দিনের মধ্যে হামলাটি চালানো হবে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হুমকির ই-মেইল পাওয়ার পর সেটি খতিয়ে দেখা হয়। তদন্তকারীরা দেখতে পান, এর আগেও একই ভাষা ব্যবহার করে হুমকির ই-মেইল এসেছিল। এমনকি শনিবারের ই-মেইলে উল্লেখ করা দম্পতির নামও হুবহু সেখানে ছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যার পর হুমকিটি ভুয়া বলে ঘোষণা দেন তদন্তকারীরা।

এমন ঘোষণা দেওয়া হলেও বিমানবন্দরের প্রতিটি টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশপথে গাড়িগুলোতে চালানো হচ্ছে তল্লাশি। বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের টহলও বাড়ানো হয়েছে। হুবহু একই রকমভাবে পাঠানো হুমকির ই-মেইলটির বিষয় তদন্ত করার অনুরোধ করা হয়েছে দিল্লি পুলিশকে।

সর্বশেষ - প্রবাস