সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রশিদ খানদের শ্রীলংকা সফরের দিকে তাকিয়ে বিসিবি

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৬, ২০২১ ৯:১৩ পূর্বাহ্ণ
রশিদ খানদের শ্রীলংকা সফরের দিকে তাকিয়ে বিসিবি

Spread the love

পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা আফগান যুবাদের।

চলতি মাসের ৩১ তারিখ বাংলাদেশে পা রাখার কথা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের।

কিন্তু দেশটির বর্তমান সংকটময় পরিস্থিতিতে সেই সিরিজটি এখন শঙ্কার দোলাচলে।

আর সিরিজ মাঠে গড়াবে কিনা সেই প্রশ্নে আফগান জাতীয় দলের শ্রীলংকা সফরের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলংকায় অবশ্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে রশিদ খানের দল। ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের জন্য ২৫ আগস্ট শ্রীলংকায় পৌঁছানোর কথা আফগান দলের।

আর ২৫ আগস্ট তারিখটির দিকেই তাকিয়ে বিসিবির কর্মকর্তারা। তালেবানের হাতে দেশ চলে যাওয়ার মুহূর্তে রশিদ খানরা যদি শ্রীলংকায় যেতে পারেন তো দেশটির অনূর্ধ্ব-১৯ দলও যথাসময়ে বাংলাদেশে আসতে পারবে বলে মনে করছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার এক গণমাধ্যমকে বলেন,  ‘আফগানিস্তানের জাতীয় দলের পাকিস্তানের সঙ্গে খেলা আছে। সেটি খেলতে তারা আগস্টের শেষ দিকে শ্রীলংকা যাবে। সেটি যদি হয়, তবে তাদের অনূর্ধ্ব-১৯ দল না আসার কোনো কারণ দেখছি না। আমরা এখন ওই অপেক্ষায় আছি। যদি তাদের জাতীয় দল শ্রীলংকায় যায়, তবে আমাদের সিরিজ নিয়েও আমরা আশাবাদী। এর পরও যদি সমস্যা দেখা দেয় তো আমরা সূচি একটু পিছিয়ে হলেও সিরিজটা আয়োজন করতে চাই।’

আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান আবু এনাম মোহাম্মদ কায়সার।

বললেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এখনও পর্যন্ত যে কথাবার্তা হয়েছে, তাতে তাদের আসাটা নিশ্চিত বলা যায়। তারা বলেছেন, যে সরকারই আসুক, সে দেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। এর পরও শঙ্কা আছে, শঙ্কা থাকবেই। যেহেতু পরিস্থিতি একটু ভিন্ন, তারা শেষ সিদ্ধান্ত কী জানায় আমরা সে জন্য অপেক্ষা করছি।’

এমন পরিস্থিতিতে শ্রীলংকায় জাতীয় দল পাঠালে বাংলাদেশেও যুবদলকে পাঠাতে কোনো বাধা থাকবে না বলে মনে করেন বিসিবির এ কর্মকর্তা।

সর্বশেষ - প্রবাস