কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ ছবির ‘পরম সুন্দরী’ গানে সম্প্রতি নজর কেড়েছেন বলিউডের এই নায়িকা। প্রথম ছবির পর থেকেই অভিনয়ে পারদর্শীতার পাশাপাশি কৃতি তার আকর্ষণীয় মেদহীন শরীর ও মসৃণ ত্বকের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন।
তবে তার ভক্তদের মনে প্রশ্ন তো থাকবেই কৃতির রূপের রহস্য কী? কীভাবে রূপচর্চা করেন এই পরম সুন্দরী? জানলে অবাক হবেন, কৃতির এই রূপের পিছনে কিন্তু কোনো স্পেশাল ক্রিমের জাদু নেই। বরং কৃতি রূপচর্চার ব্যাপারে একেবারেই প্রাকৃতিক জিনিসের উপর নির্ভর করেন।
বিশেষ এক ফেসপ্যাকই নিয়মিত ব্যবহার করে থাকেন কৃতি। আপনিও যদি কৃতির মতো ফর্সা ও কোমল ত্বক পেতে চান; তাহলে কৃতির এই বিশেষ ফেসপ্যাক আপনিও ঘরেই তৈরি করে নিতে পারেন।
এজন্য যা করবেন- প্রথমে ৪ চামচ বেসনের সঙ্গে মুগডাল বাটা, এক কাপ টকদই, অল্প পরিমাণ হলুদ ভালো করে মিশিয়ে নিন। আলতো করে মুখে ব্যবহার করে রেখে দিন আধা ঘণ্টা রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
এটি নিয়মিত ব্যবহার করলেই সপ্তাহখানেক পর দেখবেন ম্যাজিক। ত্ব হয়ে উঠবে ফর্সা ও দাগহীন। রোদে পড়া ত্বক উজ্জ্বল করতে এই প্যাক দারুণ কাজ করে। শুধু বেসনের সঙ্গে টকদই মিশিয়ে প্যাক বানিয়ে সেটাও ব্যবহার করতে পারেন।
কৃতি তার রূপচর্চা বিষয়ে আরও জানান, নিমপাতা সেদ্ধ পানি দিয়ে মুখ ধুলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। সেইসঙ্গে ত্বকে জমে থাকা জীবাণু ও ময়লাও দূর হয় সহজেই। কারণ নিমপাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে। শুধু তাই নয়, শুষ্ক ত্বকের সমস্যায় কাটিয়ে দেয় নিমপাতা সেদ্ধ পানি।
ত্বককে সবসময় সতেজ রাখতে বাইরে থেকে ঘরে ফিরে টোনার হিসেবে কৃতি এই পানি ব্যবহার করেন। এ ছাড়াও তিনি শসার রসও ব্যবহার করে থাকেন। পাশাপাশি আলু থেঁতো করে সেই রসও মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন বলে পরামর্শ দিয়েওেছন কৃতি।
এ সবের পাশাপাশি দৈনিক অন্তত ৮ গ্লাস পানি পান করতে ভুলেন না এই অভিনেত্রী। ত্বক ভালো রাখতে ৬-৮ ঘন্টা গভীর ঘুমও জরুরি বলে জানান কৃতি শ্যানন। এ ছাড়াও মেদহীন শরীর ও উজ্জ্বল ত্বক পেতে পুষ্টিকর খাবারেরও বিকল্প নেই। এসব মেনে চললেই পরম সুন্দরী কৃতির মতো আপনিও পাবেন উজ্জ্বল ত্বক
পিঙ্কভিলা