মার্কিন সেনার বিমান থেকে পড়ে আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারির মৃত্যু হয়েছে
কাবুল বিমানবন্দরে মার্কিন সেনার বিমান থেকে পড়ে আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার আফগান সংবাদ সংস্থা আরিয়ানার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গত রোববার তালেবান বাহিনী কাবুল দখল করে। পরদিন সোমবার শত শত আফগান দেশ ছেড়ে পালাতে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দররে ভিড় শুরু করেন।
প্রাণ বাঁচাতে বিমানের ল্যান্ডিং গিয়ার আঁকড়ে যারা আফগানিস্তান থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ১৭ বছর বসয়ী ফুটবলারও।
আরিয়ানার খবর অনুযায়ী, মার্কিন সেনার বোয়িং সি-১৭ বিমান থেকে পড়ে মৃত্যু হয় জাকি আনওয়ারির। জাতীয় দলের টিনএজার ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের জেনারেল ডিরেক্টর অব স্পোর্টস।