শুক্রবার , ২০ আগস্ট ২০২১ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘আশুরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার সাহস যোগায়’

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২০, ২০২১ ৮:১৯ পূর্বাহ্ণ
‘আশুরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার সাহস যোগায়’

Spread the love

পবিত্র আশুরা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সামনে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো এক ব্যাথাতুর ইতিহাস।

হিজরী ৬১ সালের ১০ মহররম মানব ইতিহাসে অত্যান্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এই দিনে ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরসহ বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। পবিত্র আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা ও সাহস যোগায়।

প‌বিত্র আশুরা উপল‌ক্ষে শুক্রব‌ার পাঠা‌নো এক বাণী‌তে জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান ও বি‌রোধী উপ‌নেতা গোলাম মোহাম্মদ কা‌দের এসব কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, ত্যাগ ও শোকের প্রতিক পবিত্র আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জ্বল হয়ে আছে।  অত্যন্ত শোকাতুর এই দিনে হযরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জানান গোলাম মোহাম্মদ কা‌দের।

প‌বিত্র আশুরা উপল‌ক্ষে জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান ক‌রোনা মহামারি থে‌কে দেশ, জা‌তি ও বিশ্ববাসীর মু‌ক্তি কামনা ক‌রে ব‌লেন, পবিত্র ইসলাম হচ্ছে শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোন স্থান নেই। শোকাবহ এই দিনে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে আহবান জানাচ্ছি।

তি‌নি সবার শান্তিময় উজ্জল ভবিষ্যত কামনা ক‌রেন।

সর্বশেষ - প্রবাস