ইংল্যান্ড সিরিজের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে পারবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান-এমনটাই নির্ধারিত ছিল কদিন আগেও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিনেই জানা যায়, বাংলাদেশ সফর পিছিয়ে নিয়েছেন ইংল্যান্ড।
আর সেই খবরে কপাল খুলল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে বাকি অংশে যোগদানে দুজনেরই আর বাধা রইল না।
সূত্র জানায়, নিউজিল্যান্ড সিরিজের পরপরই আইপিএল খেলতে যাবেন সাকিব।
আর বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজে থেকেই নিশ্চিত করেছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
কেকেআরের অফিসিয়াল পেজে সোমবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, কেকেআরের জার্সিতে অনুশীলন করছেন সাকিব। নেটে বল করছেন। ব্যাট পরখ করে দেখছেন। নেটে ব্যাটিং অনুশীলন করছেন।
ভিডিওর ক্যাপশনে কেকেআর হিন্দি ভাষায় লিখেছে – ‘ভাগ ভাগ ভাগ আয়া শের আয়া শেষ। যা বাংলায় – ভাগো ভাগো বাঘ আইল।’
সাকিবকে বাঘ সম্বোধনে করা পোস্টে মজেছে বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা। পোস্ট করা ১ ঘণ্টার মধ্যে ১৮ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে। অনেকেই আইপিএলের বাকি অংশে সাকিব যেন দুর্দান্ত পারফর্ম করে সেই প্রার্থনা করেছেন কমেন্টবক্সে।