মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন এমবাপে!

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৪, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ
রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন এমবাপে!

Spread the love

কিলিয়ান এমবাপের কাছে অবশেষে পরাজয়ই বরণ করে নিতে হচ্ছে পিএসজিকে! এরই মধ্যে বেশ কয়েকবার চুক্তি নবায়ন করার জন্য এমবাপের কাছে প্রস্তাব দিয়েছে মেসির নতুন ক্লাব। কিন্তু প্রতিবারই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই ফরাসী তারকা।

পিএসজিও মেনে নিচ্ছে, এমবাপেকে আর তারা ধরে রাখতে পারবে না। পিএসজি আর এমবাপের এই অবস্থার পরিপ্রেক্ষিতে সুরের অনুরনন সৃষ্টি হয়েছে ফ্লোরেন্তিনো পেরেজ এবং রিয়াল সমর্থকদের কানে। কারণ, এমবাপে পিএসজিতে না থাকা মানেই রিয়াল মাদ্রিদে তার আসার পথ সুগম হয়ে যাওয়া।

দীর্ঘদিন ধরেই এমবাপেকে বার্নাব্যুতে নিয়ে আসার চেষ্টা ছিল রিয়াল মাদ্রিদ কর্মকর্তাদের। এতদিন এটা সম্ভাবনায় থাকলেও এবার সত্যিকার আশা তৈরি হয়েছে লজ ব্লাঙ্কোজদের সামনে।

কিলিয়ান এমবাপের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে আর ১২ মাস পর। এর অর্থ এক বছর পর এমনিতেই ফরাসী এই স্ট্রাইকারকে হারাতে হবে পিএসজিকে। যদিও এক ফাঁকে একটি মৌসুম মেসি-নেইমারের সঙ্গে কাটাতে পারবেন তিনি।

এক বছর পর এমবাপে যদি ফ্রি এজেন্ট হয়ে যান, তাহলে তাকে বিক্রি করে দিলে যে অর্থ পিএসজি পাবে, সেটা থেকে বঞ্চিত হবে তারা। তার চেয়ে বরং, এখন বিক্রি করে দিলে বেশ ভালোমানের একটি অর্থ হাতে আসবে পিএসজির। ফরাসী মিডিয়া আরএমসি রিপোর্ট করেছে, পিএসজি এর চেয়ে বরং এমবাপেকে বিক্রি করে দেয়ার চিন্তাই করছে এখন।

কয়েকটি পত্রিকা রিপোর্ট করেছে, পিএসজি এমবাপের সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করতে চেয়েছিল। সঙ্গে আরও এক বছর বাড়ানোর অপশন রেখে। শুধু তাই নয়, পারিশ্রমিকও নাকি আগের চেয়ে অনেক বাড়ানোর প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু এই প্রস্তাবও এমবাপে বাতিল করে দিয়েছেন।

সুতরাং, পিএসজি এখন চিন্তা করছে এমবাপেকে বিক্রি করে দেয়াই তাদের জন্য ভালো হবে এবং তার পরিবর্তে ব্রাজিলিয়ান নতুন সেনসেশন রিচার্লিসনকে দলভূক্ত করে নেয়ার পরিকল্পনা করছে প্যারিসের ক্লাবটি। নেইমারই নাকি চাচ্ছেন রিচার্লিসনকে পিএসজিতে নিয়ে আসতে এবং তার চাওয়া অনুসারেই এগুনোর চিন্তা করছে ক্লাবটি।

তবে, আরএমসি রিপোর্ট করেছে- এখনও রিয়াল মাদ্রিদের কাছ থেকে এমবাপের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাবের (লিভারপুল) কাছ থেকে এমবাপেকে কেনার একটি প্রস্তাবের কথা তারা জেনেছেন।

সর্বশেষ - প্রবাস