রোনাল্ডোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়াটা এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি।
এক প্রতিবেদনে তিনি লিখেছেন, সিটির সঙ্গে পর্তুগিজ যুবরাজের দুই বছরের চুক্তি হয়ে গেছে। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক ‘এএস’কেও একই তথ্য দিয়েছে।
কিন্তু জুভেন্টাসের শর্তের কারণে ম্যান সিটি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাঠায়নি এখনও।
ইএসপিএনসহ ফুটবলের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ম্যান সিটি চাইছে, রোনাল্ডো যেন জুভেন্টাসের সঙ্গে চুক্তি বাতিল করে ফ্রি ট্রান্সফারে সিটিতে চলে আসেন। দলবদল ফি বাবদ রোনাল্ডোর জন্য কোনো পয়সাই খরচ করতে রাজি নয়।
কিন্তু বেঁকে বসে আছে জুভেন্টাস। ৩১ মিলিয়নের খেলোয়াড়কে বিনা পয়সায় ছাড়তে রাজি নয় জুভিরা। কম করে হলেও ২৫-৩০ মিলিয়ন ইউরো (অন্তত আড়াই কোটি ইউরো) চায় তুরিনের দলটি।
অবশ্য এমন চাওয়ার পেছনে একটি কারণ রয়েছে। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে ১০ কোটি ইউরোর বিনিময়ে রোনাল্ডোকে দলে ভিডিয়েছিল জুভেন্টাস। সে সময় রিয়ালের সঙ্গে জুভেন্টাসের চুক্তি হয়েছিল – দলবদল ফি বাবদ সব টাকাপয়সা একেবারে পরিশোধ করবে না তারা। রোনাল্ডোর সঙ্গে চুক্তির চার বছরজুড়ে এ অর্থ শোধ করবে তারা। সে পরিকল্পনায় এবার আড়াই কোটি রিয়ালকে দেওয়ার কথা জুভেন্টাসের।
কিন্তু এখন রোনাল্ডো ক্লাবে না থাকলেও এই আড়াই কোটি ইউরো দিতে হবে রিয়াল। যে খেলোয়াড়ই থাকছেন না তার জন্য কেন বছর বছর এতো অর্থ ব্যয় করতে যাবে জুভেন্টাস?
তাই সিটির কাছে ওই টাকাই আদায় করতে চাইছে জুভেন্টাস।
প্রসঙ্গত, ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো। যদিও সেরিআয় তুরিনের ক্লাবটিকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। তার লক্ষ্য আরো একবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবে ভিড়তে চাইছেন সিআর সেভেন। জানা গেছে, লিওনেল মেসিকে বার্ষিক যে বেতনে ভিড়িয়েছে পিএসজি, চিরপ্রতিদ্বন্দ্বীর অর্ধেকের কম বেতনে মেসিকে চাইছে ম্যান সিটি।