শুক্রবার , ২৭ আগস্ট ২০২১ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রিয়ালেই এমবাপে, ১৭০০ কোটি টাকার চুক্তির ঘোষণা আসছে!

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৭, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ
রিয়ালেই এমবাপে, ১৭০০ কোটি টাকার চুক্তির ঘোষণা আসছে!

Spread the love

সব নাটক আর জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই। কিলিয়ান এমবাপে এখন থেকে রিয়াল মাদ্রিদের, আনুষ্ঠানিক এই ঘোষণা আসতে পারে আজই (শুক্রবার)।

দুই পক্ষের মধ্যে ই-মেইল চালাচালি, দর কষাকষি এবং কথাবার্তার পর রিয়াল মাদ্রিদ এবং প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চুক্তির খুব কাছে চলে এসেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’।

রিয়াল এমবাপের জন্য ১৭০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা) এবং সম্ভাব্য বোনাসসহ বাড়তি ১০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে। এর আগে ১৬০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ ক্লাবটি।

পিএসজি তখন রাজি হয়নি। তাদের দাবি ছিল, ২০০ মিলিয়ন বা তার কিছু বেশি। তবে দর কষাকষির পর নতুন প্রস্তাবে নাকি রাজি হয়ে গেছে ফরাসি ক্লাবটি। তাই এমবাপের রিয়ালে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাওয়ার পরদিনই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছিলেন, এই অঙ্ক যথেষ্ট নয়। এমবাপেকে পেতে হলে অঙ্কটা আরও বাড়াতে হবে তাদের। এবার রিয়াল সেটাই করলো।

তারপরও বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের সময় পিএসজির মালিক নাসের আল-খেলাইফি বলেন, এমবাপের ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। তাকে নিতে হলে বাড়তি খরচ করতেই হবে রিয়ালকে। তবে খেলাইফি জোর দিয়ে বলেননি, প্যারিসেই থাকছেন এমবাপে।

এদিকে এমবাপে বহুবার বলেছেন, তার স্বপ্ন রিয়াল মাদ্রিদে খেলা। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড রিয়ালে যেতে এক পায়ে খাঁড়া। এখন বল পিএসজির কোর্টে। পিএসজি শুধু ‘হ্যাঁ’ বলে দিলেই হয়। ভেতরে ভেতরে সেই ব্যবস্থা নাকি হয়েও গেছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।

যদি আজ ঘোষণা না-ও আসে, তারপরও চলতি সপ্তাহে লিগ ওয়ানে রিমসের বিপক্ষে ম্যাচে এমবাপেকে সম্ভবত খেলাবে না পিএসজি। ‘মার্কা’ জানিয়েছে, কোচ মাওরিসিও পচেত্তিনো এমবাপেকে দলের বাইরে রাখতে চান এই সময়টায়। তবে অনুশীলন চালিয়ে যাবেন ২২ বছর বয়সী এই ফুটবল সুপারস্টার।

সর্বশেষ - প্রবাস