শনিবার , ২৮ আগস্ট ২০২১ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নতুন চুক্তি ফিরিয়ে বিপাকে হ্যারি কেন

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৮, ২০২১ ৬:১৯ পূর্বাহ্ণ
নতুন চুক্তি ফিরিয়ে বিপাকে হ্যারি কেন

Spread the love

শেষ পর্যন্ত ভেস্তে গেছে তার ম্যাঞ্চেস্টার সিটি যাত্রার পরিকল্পনা। কিন্তু কোনও ভাবেই টটেনহ্যামে থাকতে রাজি নন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। ক্লাবের দেওয়া নতুন চুক্তি ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও তখন ম্যানচেস্টার সিটির সঙ্গে কথা চলছিল হ্যারির। তাই টটেনহ্যামের প্রস্তাবে সেভাবে গুরুত্ব দেননি। এখন বিপাকে ইংল্যান্ড অধিনায়ক।

এখনও টটেনহ্যামের সঙ্গে তিন বছরের চুক্তি বাকি হ্যারি কেনের। বর্তমানে প্রতি সপ্তাহে ২ লাখ ৩০ হাজার ইউরো বেতন পান। ম্যান সিটি ও হ্যারির আলোচনার সময় সেই টাকার পরিমাণ ১ লাখ ইউরো বাড়িয়ে দেয় টটেনহ্যাম। কিন্তু সাপ্তাহিক ৩ লাখ ৩০ হাজার ইউরোর সাপ্তাহিক পারিমশ্রমিকে নতুন চুক্তি করতে রাজি হননি ইংল্যান্ড অধিনায়ক।

ইংলিশ ক্লাবে খেলা ফুটবালরদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডিও কেভিন ডি ব্রুইন। প্রতি সপ্তাহে ৩ লাখ ৮৫ হাজার ইউরো। এরপরই আছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার ডেভিড দি গিয়া। তার আর্থিক চুক্তির পরিমান প্রতি সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার ইউরো।

হ্যারি কেন টটেনহ্যামের কাছে দাবি করেছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বড় আর্থিক চুক্তি। তার দাবি প্রতি সপ্তাহে ৪ লাখ ইউরো। কিন্তু এত পরিমাণ টাকা দিতে রাজি ছিল না ক্লাব। তাই নতুন ক্লাবের খোঁজে বের হয়ে পরেছিলেন হ্যারি কেন। ফিরিয়ে দিয়েছিলেন ৩ লাখ ৩০ হাজার ইউরোর প্রস্তাব। এখন হ্যারি বিপাকে। নতুন ক্লাবও পেলেন না, আর বর্তমান ক্লাবের নতুন প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।

ফুটবল মহলের মতে বেশি দিন হ্যারিকে ধরে রাখতে পারবে না টটেনহ্যাম। যতই ক্লাব সমর্থকদের ভালোবাসার কথা মুখে বলা হোক না কেন, একজন পেশাদার ফুটবলার কম টাকায় শুধু আবেগ মাথায় রেখে খেলবে না। অনেকের মতেই চলতি মৌসুমের দ্বিতীয় উইন্ডোতে আবার ক্লাব ছাড়ার চেষ্টা করবেন হ্যারি। সেসময় নতুন ক্লাব পেলে ভাল, না পেলে আগামী মৌসুমে নিশ্চিত ভাবেই টটেনহ্যাম জার্সি ছাড়ার ব্যবস্থা করবেন ইংল্যান্ড অধিনায়ক।

সর্বশেষ - প্রবাস