বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ
পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট

Spread the love

চিত্রনায়িকা পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে-এমন মন্তব্য করেছে হাইকোর্ট।

আদালত বলেছেন, পরীমণির মামলায় তৃতীয় দফা রিমান্ডের প্রয়োজন ছিল না। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করলেন আর বিচারক তা মঞ্জুর করলেন, এটা সভ্য সমাজে হতে পারে না। বুধবার (১লা সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

পরীমণির জামিন আবেদন নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিল সংক্রান্ত রুলের শুনানিতে এসব কথা বলেছেন তারা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ‘পরীমণির জামিন হয়েছে। তাই রুল এখন অকার্যকর। তখন আদালত বলেন, ‘জামিন হওয়ায় রুলের একটি অংশ নিষ্পত্তি হয়েছে। আরেকটি অংশ বাকি রয়েছে। এছাড়া পরীমণিকে বারবার রিমান্ডের বৈধতা নিয়ে আরেকটি আবেদন রয়েছে। সে বিষয়ে উচ্চ আদালত আদেশ দেবে।’

এর আগে, আজ সকালে ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি দীর্ঘ ২৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তির আগে পরীমণিকে জিজ্ঞাসাবাদের নামে তিন দফা রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল জামিন পেলেও কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ সকাল সাড়ে নয়টার দিকে ছাড়া পান তিনি। এ সময় কারা ফটকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসিম উদ্দিনসহ স্বজনরা উপস্থিত ছিলেন। পরীমণিকে এক নজর দেখার জন্য ভক্তরা কারা ফটকে ভিড় করেন। কারা ফটকের সামনে নায়িকা পরীমণি উপস্থিত ভক্ত ও গণমাধ্যমকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত