সোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৭:৩২ পূর্বাহ্ণ
ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল

Spread the love

ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোরের বয়স ১৭ বছর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় ওই কিশোর। খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাতে সিলাত আল হারিথিয়া গ্রামে পৌঁছায় ইসরায়েলি সেনারা। গত বছর এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মত জারাদাত নামের এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরায়েলি সেনারা ওই গ্রাসে আসে। সে সময়ই আবু সালাহকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, বেশ কয়েকজন ফিলিস্তিনি সেনাদের ওপর বিস্ফোরক ছুড়েছে।

তাদের প্রতিহত করতে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তবে ওই কিশোরের মৃত্যুর বিষয়ে পরিষ্কারভাবে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গুলি বিনিময়ে আরও ১০ জন আহত হয়েছে। গত ১৬ ডিসেম্বর হোমেশ শহরের অবৈধ ইহুদি আউটপোস্টের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে এক ইসরায়েলি হত্যার ঘটনায় মোহাম্মত জারাদাতকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যেখানে মোহাম্মত জারাদাত থাকেন সেই বাড়িটি ধ্বংস করে দেওয়া হবে।

সর্বশেষ - প্রবাস

Translate »