বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশে সৌরভকে বাসে উঠতে দেইনি : রবি শাস্ত্রী

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২, ২০২১ ১২:২০ অপরাহ্ণ
বাংলাদেশে সৌরভকে বাসে উঠতে দেইনি : রবি শাস্ত্রী

Spread the love

এখন একজন কোচ, আরেকজন ক্রিকেট বোর্ডের সভাপতি- তাদের দু’জনেই ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার ছিলেন। সেই রবি শাস্ত্রী আর সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক রকম কথা শোনা যায়। এবার মিডিয়ায় পুরনো ইস্যু নিয়ে মুখ খুললেন শাস্ত্রী। 

তিনি কথা প্রসঙ্গে জানান ২০০৭ সালে ভারতীয় দলের বাংলাদেশ সফরের একটা ঘটনা। সেই সফরে ভারতীয় দলের ম্যানেজার ছিলেন শাস্ত্রী, আর সৌরভ ছিলেন সাধারণ ক্রিকেটার। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দলটিতে একটা ঘটনা ঘটেছিল। দেরি করে হোটেল রুম থেকে নিচে নামায় সৌরভ গাঙ্গুলীকে টিম বাসে উঠতে দেননি শাস্ত্রী।

এই ঘটনা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এত বছর পর শাস্ত্রীর মুখে আবারও উঠে এলো সেই ঘটনা। এক সাক্ষাতকারে শাস্ত্রী সেই ঘটনা নিয়ে বলেন, ‘দলের শৃঙ্খলা আগে। যে কেউই অনেক কিছু হতে পারে, কিন্তু দেরি করে এলে টিম বাসে তাকে না তোলার সিদ্ধান্ত ছিল। সেদিন ঘটনাটির শিকার হন সৌরভ। ব্যাস, এটুকুই। গণমাধ্যম এসব খবর বড় করে ছাপতে পছন্দ করে। এটাকে ভেলপুরি আর চাট মনে করে, তাতে মসলা-টসলা দিয়ে আরও উপাদেয় করে তোলে। আমি নিজেও এ ধরনের খবর উপভোগ করি।’

সেই শাস্ত্রীই এখন সৌরভের অধীনে ভারতীয় দলের কোচ হিসেবে চাকরি করেন। পুরনো শত্রুতা কি মাথাচাড়া দেয়? জবাবে শাস্ত্রী বলেন, ‘কখনোই না! কোনো আচরণেই সেটি প্রকাশ পায়নি। এই তো ইংল্যান্ডেই সৌরভের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। আমিও তার অনেক খেলা দেখেছি। আমরা তো এক দলেই খেলেছি একসময়। আমি টাটা স্টিলের হয়ে খেলতাম, সৌরভও সেখানে আমার অধিনায়কত্বে খেলেছে। অনেক বছর ধরেই তো আমরা একে অপরকে চিনি।’

সূত্র : দ্য ওয়াল।

সর্বশেষ - প্রবাস

Translate »