রবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাকিব-মুশফিকের ফর্ম নিয়ে যা বললেন হাবিবুল বাশার

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৫, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
সাকিব-মুশফিকের ফর্ম নিয়ে যা বললেন হাবিবুল বাশার

Spread the love

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পঞ্চপাণ্ডবের অন্যতম দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। 

শেষ ১০ ইনিংসে ২০ গড়ে মুশফিক করেছেন মাত্র ১৬০ রান! 

অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত হতে পারছেন না মুশফিক। ইনজুরি ও পারিবারিক কারণে নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি মিস করেছেন। অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া কোয়ারেন্টিন শর্তের প্যাঁচে পড়ে গোটা সিরিজেই অনুপস্থিত ছিলেন। 

গত দুই বছরে সব মিলিয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিক। তাই এই ফরম্যাটে তার ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে। ইতোমধ্যে সোহানের কাছে উইকেটকিপিংয়ের দায়িত্ব হারিয়েছেন।

অন্যদিকে ব্যাটিংয়ে ছন্দে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বছর ১০ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ২০.৮৮ গড়ে ১৮৮ রান। এটা বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে পাওয়া সাদামাটা ব্যাটিং বলা যায়।

তাই বিশ্বকাপ মঞ্চে যাওয়ার আগে দলের দুই শীর্ষ ব্যাটসম্যানের ফর্ম মাথাব্যথার কারণ হওয়ার কথা সবার।

কিন্তু আপাতত দলের দুই সেরা তারকার ফর্ম নিয়ে ভাবতে চান না নির্বাচক হাবিবুল বাশার। বিশ্বকাপে সাকিব তার অলরাউন্ডিং ফর্মে ফিরবেন আর মুশফিকের কাছ থেকেও বড় ইনিংস দেখা যাবে বলে আশাবাদী তিনি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপে এসব ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের আগে আমাদের হাতে এখনও অনেক সময় রয়েছে। আপনারা আলাপ করছেন সাকিব, মুশফিককে নিয়ে, তারা কিন্তু ধারাবাহিক পারফর্মার। তারা সবসময় বড় মঞ্চে সেরা ফর্ম নিয়েই ফিরে আসে। আমি তাদের নিয়ে আশাবাদী। তাদের নিয়ে খুব বেশি দুশ্চিন্তা আমার নেই। আমি নিশ্চিত তারা সময়মতো ভালো করবেন এবং বিশ্বকাপে তারা তাদের ফর্ম ফিরে পাবে।’

বাশার যোগ করেন, ‘বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ খেলবেন টাইগাররা। প্রস্তুতি ম্যাচ খেলবে, বাছাই পর্বের ম্যাচ খেলবে। আমি নিশ্চিত যাদের নিয়ে কথা বলছি, তারা মূল পর্বের আগেই এসব ম্যাচ দিয়ে তাদের সেরা ফর্মে ফিরে আসবে।’

সর্বশেষ - প্রবাস

Translate »