সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তালেবানের সঙ্গে কথা বলতে চান আঙ্গেলা ম্যার্কেল

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৬, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ
তালেবানের সঙ্গে কথা বলতে চান আঙ্গেলা ম্যার্কেল

Spread the love

তালেবানের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি বলেছেন, ‌‘আমি তালেবানের সঙ্গে রাজনৈতিক আলোচনার পক্ষপাতী। কারণ, আফগানিস্তান বিষয়ে এখন তাদের সঙ্গেই কথা বলতে হবে।’

রবিবার জার্মানির হাগেন শহরে বন্যায় ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে সাংবাদিকদের আফগানিস্তান বিষয়ে এ কথা বলেন চ্যান্সেলর। তিনি বলেন, ‘আফগানিস্তানে যারা জার্মান সরকার অথবা জার্মান সংস্থার সঙ্গে কাজ করেছিলেন, তাদের দ্রুত দেশ থেকে বের করে আনা দরকার। তাদের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় আছেন। অনেকে প্রাণের ভয়ও পাচ্ছেন। তাদের সকলকেই আফগানিস্তান থেকে বের করা প্রয়োজন। সে কারণেই তালেবানের সঙ্গে রাজনৈতিক আলোচনায় দরকার।

এই আলোচনার মাধ্যমে জার্মানি কি তালেবান সরকারকে মান্যতা দেবে? এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ম্যার্কেল। বরং বলেছেন, জার্মানিতে আটকে থাকা মানুষদের দ্রুত উদ্ধার করাই এখন প্রথম কাজ।

এদিকে জার্মানির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তালেবানও। রবিবার তালেবান মুখপাত্র জানিয়েছিলেন, তারা জার্মানির সঙ্গে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক চায়। এর জন্য তারা আলোচনায় বসতে প্রস্তুত। ম্যার্কেল অবশ্য কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তার অভিমত জানাননি। 

সূত্র : রয়টার্স

সর্বশেষ - প্রবাস

Translate »