শুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম ভুলে গিয়েছিলেন বাইডেন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৯:৩৫ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম ভুলে গিয়েছিলেন বাইডেন

Spread the love

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ‘অস্বস্তি’ কথাটি সম্ভবত চিরতরে জড়িয়ে গেছে। কখনো তাঁদের নাম উচ্চারণে ভুল করায়, আবার কখনো প্যান্ট চুরির ঘটনায় তাঁদের বারবারই অস্বস্তিতে পড়তে হয়েছে। এবার তো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নামই ভুলে গেলেন একজন। এই একজন যে সে ব্যক্তি নন, খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় একটি নিরাপত্তা চুক্তি করেছে। এই চুক্তির ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার। হোয়াইট হাউসের ডায়াসে দাঁড়িয়ে আনুষ্ঠানিক ঘোষণাটি দেন জো বাইডেন। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এ সময়ই বাইডেন ওই অস্বস্তিকর ঘটনার জন্ম দেন।

চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার সময় বরিসকে তাঁর নাম ধরে ধন্যবাদ দেন বাইডেন। এরপর তিনি মরিসনের দিকে ফেরেন। কিন্তু তাঁর নাম মনে করতে না পেরে তিনি বলে বসেন, ‘আমি এই দিকের ব্যক্তিকেও ধন্যবাদ দিতে চাই।’ এ সময় মরিসনের চেহারায় অস্বস্তি স্পষ্ট। স্মিত হেসে বাইডেনকে প্রত্যুত্তর দেওয়া ছাড়া সে সময় তাঁর আসলে কিছু করার ছিল না।

তবে পরক্ষণেই নিজেকে সুধরে নেন বাইডেন। ততক্ষণে অবশ্য যা হওয়ার হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওই ঘটনা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্যও করছেন।

এর আগে ২০১৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের নাম ভুল করে উচ্চারণ করেছিলেন ‘ম্যালকম ট্রাম্বল’। তারও আগে ১৯৮৬ সালে তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজারকে যুক্তরাষ্ট্র সফরের সময় তাঁর হোটেলকক্ষ থেকে অভ্যর্থনাকক্ষে হাজির হতে হয়েছিল তোয়ালে পরে। কারণ, কে বা কারা তাঁর ঘড়ি, টাকাকড়ি আর প্যান্ট চুরি করে নিয়ে গিয়েছিল।

সর্বশেষ - প্রবাস

Translate »