বিশ্বের বিভিন্ন বিমান বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব না থাকার কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না।
এই ল্যাবের মাধ্যমে অল্প সময়ের মধ্যে করোনার পরীক্ষার ফল পাওয়া সম্ভব। সম্প্রতি অনেক দেশ বিমানবন্দর থেকে করোনা পরীক্ষা করার পর উড়োজাহাজে উঠার শর্ত আরোপ করেছে।
বাংলাদেশের কোনো বিমানবন্দরে এমন সুবিধা নেই। এতে অনেক প্রবাসী দেশে আটকা পড়েছেন।
এর ফলে একদিকে প্রবাসীরা বিদেশে তাদের চাকরি নিয়ে উদ্বেগে আছেন, অন্যদিকে দেশ বঞ্চিত হচ্ছে রেমিটেন্স আয় থেকে ।
তবে সুখবর হলো এসব বিষয়কে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদেরকে দ্রুত আরটি-পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দিয়েছেন।
আগামি ৩-৪ দিনের মধ্যে বিমান বন্দরে আর টি পিসিআর ল্যাব স্থাপিত হবে বলে জানা গেছে। আশা করা যাচ্ছে এতে করে প্রবাসীদের এই বিষয়ে আর ভোগান্তি থাকবেনা।