শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দিল্লিকে মুক্তি দিয়ে লজ্জার রেকর্ড প্রীতির পাঞ্জাবের

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৯, ২০২১ ১০:৩২ পূর্বাহ্ণ
দিল্লিকে মুক্তি দিয়ে লজ্জার রেকর্ড প্রীতির পাঞ্জাবের

Spread the love

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের চলতি আসরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে পাঞ্জাব কিংস। আরও একবার প্লে-অফ খেলতে ব্যর্থ হয়েছে বলিউড তারকা প্রীতি জিনতার মালিকানাধীন দলটি।

যার ফলে এমন এক বিব্রতকর রেকর্ড গড়েছে পাঞ্জাব, যা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে তারা। চলতি আসরসহ সবমিলিয়ে টানা সাত আসরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো পাঞ্জাব। যা কি না আইপিএলের রেকর্ড।

এতদিন ধরে এই রেকর্ডে পাঞ্জাবের পাশেই ছিলো দিল্লি ক্যাপিট্যালস (যা আগে ছিলো দিল্লি ডেয়ারডেভিলস)। কিন্তু এবার দিল্লিকে মুক্ত করে টানা সবচেয়ে বেশি আসরে প্লে-অফ খেলতে ব্যর্থ দলে পরিণত হয়েছে পাঞ্জাব কিংস।

সবশেষ ২০১৪ সালের আইপিএলে প্লে-অফে পৌঁছেছিলো পাঞ্জাব। সেবার ফাইনালে উঠেছিলো তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে। এরপর থেকে সবশেষ সাত আসরে প্রতিবার প্রথম রাউন্ডেই বাদ পড়েছে তারা।

আইপিএলের প্রথম আসরে সেমিফাইনালে উঠেছিলো পাঞ্জাব। এরপর ২০১৩ পর্যন্ত টানা পাঁচ আসর প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় তারা। অর্থাৎ টুর্নামেন্টের ১৪ আসরের মধ্যে মাত্র দুইবার সেরা চারে পৌঁছতে পেরেছে দলটি। বাকি ১২ বারই বাদ পড়েছে প্রথম রাউন্ডে।

দিল্লি ক্যাপিট্যালসের সবচেয়ে হতাশাজনক সময় ছিলো ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত। এই ছয় আসরে টানা প্রথম রাউন্ডে বাদ পড়ে যায় তারা। এরপর ২০১৯ সালে তৃতীয় ও ২০২০ সালে রানার্সআপ হয়। চলতি আসরেও প্রথম রাউন্ডে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে দিল্লি।

সর্বশেষ - প্রবাস