বুধবার , ২০ অক্টোবর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

একসাথে ৪ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২০, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
একসাথে ৪ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Spread the love

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো গ্রিস, সাইপ্রাস, তুরস্ক এবং মিশরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর গভীরতা ছিল ৩৭ দশমিক ৮ কিলোমিটার (২৩.৫ মাইল) বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। খবর আল-জাজিরার।

গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, গ্রিস ও সাইপ্রাসে ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আন্তালিয়াসহ পূর্ব ভূমধ্যসাগরের বেশ কিছু অঞ্চল এবং মিশরেও এই ভূমিকম্পন অনুভূত হয়। তবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

স্থানীয় সময় গত সোমবার গ্রিসের কারপাথোস, ক্রিট, সান্তোরিনি এবং রোডে দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। রোডে দ্বীপের বাসিন্দা লিনডোস বলেন, ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে এবং তা ৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়েছে। একইসময়ে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া, লেবাননের রাজধানী বৈরুত, মিশরের রাজধানী কায়রোসহ বেশ কিছু শহর, তুরস্কের দক্ষিণাঞ্চল, ইসরায়েল এবং ফিলিস্তিনের বেশ কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »