দেশে সম্প্রতি যেসব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে- তা দুর্ভাগ্যজনক উল্লেখ করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, একসময় বিএনপি এ ধরনের সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে আশকারা দিয়েছে। এখন আবার সেই শক্তির সঙ্গে আপস চলছে। সে জন্যই তারা সহিংস ঘটনা ঘটানোর এ সাহসগুলো পায়।
মেনন বলেন, দেশে গত কয়েক দশক সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে। এটা পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এসব ঘটনা তারই ফলশ্রুতি।
রোববার ‘আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাস’ আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, কুমিল্লার ঘটনায় প্রমাণিত হয়েছে- পরিকল্পিতভাবে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতন চালানোর জন্যই এ ঘটনা ঘটানো হয়েছিল।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে পারছি না।
বর্তমানে সংখ্যালঘুদের আস্থা রাজনৈতিক দলের ওপর নেই মন্তব্য করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ধনী-দরিদ্র সব সংখ্যালঘুর মন ভেঙে গেছে। পেছনে যাওয়ার আর জায়গা নেই।ফলে হিন্দু যুবসমাজের মধ্যে উগ্রবাদ জন্ম হচ্ছে। কিন্তু উগ্রতা দিয়ে উগ্রতাকে থামানো যাবে না। রাজনৈতিক নেতারা আজ ব্যর্থ হয়েছেন। ভরসা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর ওপর।
সভায় আরও বক্তব্য দেন- সংসদ সদস্য শিরিন আক্তার, সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ককাসের টেকনোক্র্যাট সদস্য ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ কামাল।