পৃথিবীর প্রায় সব দেশেই টাকার আদান প্রদান,ছেঁড়া নোট পরিবর্তন, খুচরা পয়সা সংগ্রহ সবই হয় ব্যাংকের মাধ্যমে।কারণ ব্যাংকই একমাত্র রাষ্ট্রনির্ধারিত নিরাপদ কেন্দ্র যেখানে ক্ষতিগ্রস্ত নোট যাচাই, ধোয়া বা নাম্বার মুছে যাওয়া নোট পরিবর্তনসহ প্রতিটি ধাপ নিয়ম মেনে সম্পন্ন হয়। অথচ আমাদের দেশে এখনো রাস্তায়, ফুটপাথে,খাটের ওপর, বিশেষ করে গুলিস্তান এলাকায় দেদারসে টাকার বিক্রি বিনিময় চলছে।ছেঁড়া নোট,মলিন নোট,এমনকি বাজারে অনুপযোগী নোটও খোলা খুলিভাবে কেনা বেচা হচ্ছে।যা কোনো সভ্য বা সুশাসিত রাষ্ট্রে কল্পনাও করা যায় না।আমরা নীতির কথা বলি,উন্নয়নের দাবি করি,কিন্তু টাকার মতো সংবেদনশীল বিষয়ে এমন বিশৃঙ্খলা আমাদের সচেতনতার অভাব ও রাষ্ট্রীয় উদাসীনতার নগ্ন প্রমাণ।
একটি দেশ তখনই সভ্য হয়,যখন তার অর্থব্যবস্থা নিরাপদ, নিয়ন্ত্রিত ও আইনসম্মত থাকে।রাস্তায় টাকার বাজার বসে থাকা মানে রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থার প্রতি অবিশ্বাস সৃষ্টি করা এবং অবৈধ লেনদেনকে উৎসাহ দেওয়া।এখনই সময় আইনশৃঙ্খলা বাহিনী,প্রশাসন,কেন্দ্রীয় ব্যাংক ও রাজনৈতিক নেতৃত্বকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার।টাকার লেনদেন শুধু ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ করতে হবে,রাস্তায় এই অবৈধ নোট বাণিজ্য বন্ধ করতে হবে। কারণ টাকার প্রতি সম্মান মানে দেশের প্রতি সম্মান,আর দেশকে সম্মানিত করতে হলে অর্থব্যবস্থাকে প্রথমে সুশৃঙ্খল করতে হবে।











