রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঢাবি শিক্ষার্থীদের যে ২ বিশেষ সুবিধা দেওয়া শুরু করলো ছাত্রশিবির

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ও ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ কথা জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে এ উদ্যোগ নেওয়া হলেও আচরণবিধি ভঙ্গের আশঙ্কায় তখন তা বাস্তবায়ন হয়নি।  এ সময় বলা হয়, এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থানে ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে
টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল, বিজনেস ফ্যাকাল্টি এবং মোকাররম ভবনে।

ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, ‘নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকায় ৫টি জায়গায় এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করব। এই কাজটি ডাকসুর আগেই কথার কথা ছিল। কিন্তু ডাকসু আচরণবিধিতে উল্লেখ ছিল কোনো ধরনের উপহার দেওয়া যাবে না। তাই এখন এটি করছি। আমাদের এমন কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

শিবিরের ঢাবি সেক্রেটারি মহিউদ্দিন খান জানান, সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা রাখা হবে না।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ ২৮ পদের ২৩টিতেই জয়লাভ করে।

সর্বশেষ - সাহিত্য

Translate »