শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সিন্ডিকেটের বাধায় ৪০ মিনিট আটকা অ্যাম্বুলেন্স, প্রাণ গেল নবজাতকের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৫, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ

Spread the love

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় অসুস্থ এক নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শরীয়তপুরের অ্যাম্বুলেন্সচালক সিন্ডিকেটের কবলে পড়ে দীর্ঘসময় আটকে থাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম নিউ মেট্রো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর নবজাতক ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরিবারের লোকজন পাঁচ হাজার টাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে যাত্রা শুরু করলে স্থানীয় অ্যাম্বুলেন্সচালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ির পথরোধ করেন। তারা দাবি করেন, তাদের সিন্ডিকেট ছাড়া অন্য অ্যাম্বুলেন্স ঢাকায় যাবে না। এসময় তারা চালকের কাছ থেকে জোর করে চাবি নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। রোগীর স্বজনরা বাধা দিলে তারাও হামলার শিকার হন। প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর নবজাতকটি গাড়িতেই মারা যায়।

শিশুটির নানি সেফালী বেগম অভিযোগ করে বলেন, ‘আমার নাতিকে ঢাকায় নিতে পারলে সে বেঁচে যেত। ওরা আমার নাতির মুখ থেকে অক্সিজেন খুলে দিয়েছে।’

অ্যাম্বুলেন্সচালক মোশারফ মিয়া বলেন, ‘আমি বারবার অনুরোধ করলেও স্থানীয় চালকরা গাড়ি ছাড়েনি, ফলে শিশুটি মারা যায়।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - গ্রাম বাংলা

আপনার জন্য নির্বাচিত
Translate »