শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাশিয়াকে কোন ভূখণ্ড ছাড়তে রাজি নয় ইউক্রেন

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৯, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও স্পষ্ট করে জানিয়েছেন, রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব কিয়েভ কখনোই মেনে নেবে না। আগামী সপ্তাহে আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হতে যাওয়া বৈঠকের আগে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শনিবার ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক হবে আমাদের যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে। তবে, এই যুদ্ধ চলছে আমাদের ভূমিতে, আমাদের জনগণের বিরুদ্ধে, যা ইউক্রেনকে বাদ দিয়ে কখনোই শেষ হতে পারে না।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, পুতিন ইউক্রেনে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছেন, তবে শর্ত হিসেবে কিয়েভকে বড় ধরনের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। গত বুধবার মস্কোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতে পুতিন এই পরিকল্পনা তুলে ধরেন। এর আওতায় রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল এবং ২০১৪ সালে বেআইনিভাবে দখল করা ক্রিমিয়া ছেড়ে দিতে হবে ইউক্রেনকে।

জেলেনস্কি বলেন, “ইউক্রেন শান্তি আনার মতো বাস্তব সমাধানের জন্য প্রস্তুত। তবে আমাদের বিরুদ্ধে বা ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া যেকোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “সব অংশীদারদের বুঝতে হবে ‘একটি মর্যাদাপূর্ণ শান্তি’ কী। রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং কোনো সময়সীমার কথা শুনতে চায় না। একটি বাস্তব এবং স্থায়ী শান্তির জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্পসহ সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

সর্বশেষ - সাহিত্য

Translate »