চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অবরোধে পুরো বায়েজিদ বোস্তামী সড়ক-দুই নম্বর গেট সড়ক এবং আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড কারখানার শ্রমিকরা এই অবরোধ শুরু করেন। বেলা ১২টার দিকে মালিকপক্ষ থেকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হলেও তাতে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে ওঠেন।
শ্রমিক ফাতেমা বেগম বলেন, আমরা তিন মাস ধরে বেতন পাচ্ছি না। আজ অর্ধেক বেতন দিয়ে আমাদের ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। পুরো পাওনা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।
আরেক শ্রমিক মো. সেলিম বলেন, পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। বেতনের জন্য আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হলো। মালিকপক্ষ থেকে বারবার শুধু মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে।
সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এবং আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। যাত্রীদের নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।
ভুক্তভোগী বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, এভাবে সড়ক বন্ধ করে আন্দোলন করায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কীভাবে অফিসে পৌঁছাব জানি না।
খোঁজ নিয়ে জানা যায়, অবরোধের ফলে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিল্পাঞ্চল পুলিশ, খুলশী থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অবরোধ শুরু হওয়ার পর থেকে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মোহাম্মদ জাবেদ ছাড়া মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে আসেননি। শ্রমিকরা মালিকপক্ষের উপস্থিতি এবং বেতন পরিশোধের লিখিত নিশ্চয়তা না পেলে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।