সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৬, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

Spread the love

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা দায়ের হচ্ছে। একাধিক মামলায় ১৪ দলের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুও আসামি।

গত ২২ আগস্ট ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে ধারণা করা হচ্ছিল, হাসানুল হক ইনুও গ্রেফতার হতে পারেন।

সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি এবং দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার এড়াতে বেশির ভাগ নেতা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন বলেও সংবাদ প্রকাশিত হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »