বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রশ্নফাঁসের আবেদ আলীসহ ৪ আসামির জামিন নামঞ্জুর

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১১, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

প্রশ্নফাঁসের ঘটনার মামলায় পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ চার আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন- পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল ও লিটন সরকার।
এর আগে, প্রশ্নফাঁসে জড়িত গ্রেফতার ১৭ আসামিকে ৯ জুলাই আদালতে হাজির করে পুলিশ। এ সময় আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করা হয়।

এ ছাড়া অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ৮ জুলাই বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আবেদ আলী, ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি।
এ ঘটনায় ঐদিনেই রাজধানীর পল্টন থানায় মামলা করেন সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র দাস। মামলায় সৈয়দ আবেদ আলীসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

সর্বশেষ - সাহিত্য

Translate »