রবিবার , ৩ মার্চ ২০২৪ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স এর ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে বাংলার অর্থনীতি, তবু কেন প্রবাসীরা অবহেলিত?

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

Spread the love

রেমিটেন্স এর ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে বাংলার অর্থনীতি তার একটি উদাহরণ দিলে আপনারা পরিষ্কার হতে পারবেন; যে সময় তত্ত্ববধায়ক সরকার ক্ষমতায় ছিল বিশ্বের বাঘা বাঘা ও শক্তিশালী অথনৈতিক পরাশক্তিরা যখন ধরাশায়ী ও নাজুক অবস্থায় পড়ে কুপোকাত তখন বাংলাদেশ ছিল অনেকটা ফুরফুরে মেজাজে ভালো অবস্থানে । তার মুল কারণ ছিল মুলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স । সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দার কারণে নাজেহাল অবস্থা চলছিল এবং দেশেরও খুবই দুঃসময় ছিল তখন পাশে ছিল প্রবাসীরা। ঐ সময় যদিও কৃষি ও গার্মেন্ট সেক্টরেরও বিশেষ অবদান ছিল । তবে বাংলাদেশে প্রবাসীদের অবদান ছিল অতুলনীয় ও সর্বাগ্রে। অতীত,বর্তমান ও ভবিষ্যতে সবকালে তাঁদের অবদান ছিল,আছে এবং থাকবে । তারা কারো ক্ষতি করছে না । প্রবাসীরা সম্পুন্ন হালাল ও বৈধ পথে শরীরের রক্ত নিংড়ানো শ্রমের বিনিময়ে এমন কি জীবন দিয়ে দেশের অথনীতিতে বিশেষ অবদান রাখছে । দেশের বাহিরে থাকলেও মনটা পড়ে থাকে তাদের এ দেশে । যতই মান অভিমান বা রাগ ক্ষোভ থাকুক না কেন । কেন এবং কি কারণে তাঁদের প্রতি এত অবহেলা ও অবমাননা ? বাংলাদেশের সবচাইতে বড় শত্রু ঘুষ ও দুনীতির । প্রবাসীরা এসবের সাথে যুক্ত নয় । দেশের অন্যতম সমস্যা হচ্ছে বেকারত্ব । প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় কতটা বাধা বিপত্তি অতিক্রম সংগ্রাম করতে হয় কম বেশী সকলেই জানেন । টিআইবি তার রিপোর্টে দুর্নীতি বিষয়ে সবিস্তারে লিখেছিল তখন জানা যায় বিদেশের ব্যাপারটা । আর যারা বাংলাদেশের সকল দুর্নীতির হোতা গডফাদার ও সার্বিক ক্ষতিকর কীটস্বরুপ জীবানু ভাইরাস—– ঐ মন্ত্রী ও এমপিরা কত জামাই আদরে সুখে শান্তিতে রাজার হালতে আছেন ।আর জনগন যেন চাকর বান্দী ! সৃষ্টিকর্তা উনাদের ‘’আলাদীনের চেঁরাগ’ দিয়েছেন ! কত ফকিন্নি মার্কা ব্যক্তি এ চেরাগের বদৌলতে যে হাজর কোটি টাকার মালিক বনে গেছেন কে জানে ? কত অসৎ ও অন্যায় কাজ করে অর্থ স্পদের পাহাড় গড়ে তুলছে। এটা এক ধরনের ডাকাতি ,দস্যুতা ,বর্বরতা, কঠিন শাসন ও শোষন ! আমাদের দেশের প্রতিবেশী ও অন্যতম বন্ধু রাষ্ট্র ভারত অত্যন্ত সফলতার সাথে জনশক্তি বিদেশে রপ্তানী করছে । এ খাত হতে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করছে । অপর বন্ধু রাষ্ট্র চীন ও একইভাবে এগিয়ে যাচ্ছে । আমরা পারছি না কেন ? কারণ দুর্নীতি ও ঘুষ । এত উন্নয়ন পরিকল্পনা ও দেশী বিদেশী সাহায্য বিভিন্ন খাতে ব্যয় না করে বরং কার্যকর ভাবে শুধু বিদেশে লোক পাঠানোর ব্যবস্থা করা হউক । বাংলাদেশের ইতিবাচক অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে অতি অল্প সময়ে । অথচ দুর্নীতিবাজরা অহরহ মারিং কাটিং করতে ভুয়া প্রকল্প তৈরী ও বরাদ্দ দিচ্ছে আত্মসাৎ করতে। প্রতিনিয়ত হাজার কোটি টাকার চাঁদা বানিজ্য হচ্ছে সমগ্র বাংলাদশে । বিশেষ করে ঢাকা ও পার্বত্য অঞ্চলে । ব্যাংকে অলস টাকা পড়ে থাকে । চোরাচালানী ও কালো টাকাগুলি কোথায় ব্যবহার করা হচ্ছে ?  এসব খাতের টকা সমুহ বিদেশগামীদের কাজে বিনয়োগ করলে বা খাটাইলে কত না উত্তম হতো । দালাল,চাটুকার ও চামচারা এমন কি রাজনীতিবিদরাও দেশের সত্যিকার উন্নতি চায় না । প্রায় তিন কোটি লোক বেকার । বাংলাদেশে মোট পরিবার প্রায় সাড়ে তিন কোটি ।যারা সঠিক পদ্ধতি নিশ্চিত ভিসা পাচ্ছে অথচ অর্থাভাবে বিদেশে যেতে পারছে না । বিশষ করে মাইগ্রেশন ,জব ভিসা ও স্টুডেন্ট ভিসাধারীদের জন্য ব্যবস্থা করা । প্রতি পরিবার হতে কমপক্ষে বা অন্যুন এক জন করে লোক বিদেশে পাঠানো উচিত । তাহলে বেকারত্ব আর থাকবে না । উল্টো বাংলাদেশে শ্রমিক ঘাটতি হতে পারে । পরিশেষে এ অবস্থার ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছি ।

 

সর্বশেষ - প্রবাস