যুক্তরাষ্ট্র প্রতিনিধি : একুশের চোখ” অনুষ্ঠানের প্রাক্তন উপস্থাপক ইলিয়াছ হোসেন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে গ্রেফতার হবার ছয় ঘন্টা পর মুক্তি পেয়েছেন।অনলাইন এক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছিলেন ইলিয়াছ হোসেন। জ্যাকব মিল্টন ও নিরু নীরার মামলায় ইলিয়াছ হোসেন গ্রেপ্তার হবার ৬ ঘন্টা পর জামিনে মুক্তি পান বলে নিশ্চিত করেছে সুত্র।
ইলিয়াসের তৈরি করা ভিডিওকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে জ্যাকব মিল্টন ও নিরু নিরা ইলিয়াছ হোসেনের বিরুদ্ধে বেশ কিছু সিভিল ও ক্রিমিনাল মামলা দায়ের করেছিলেন। মামলার অভিযোগ নম্বর 2024-113-000063 ; এবং এই অভিযোগের প্রেক্ষিতে ইলিয়াছ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।
জানা যায়, ইলিয়াছ হোসেন অবগত ছিলেন গত পহেলা ফেব্রুয়ারীর মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে হয়তো জামিনের আবেদন পরবর্তীতে নাকচ হতে পারে। এ আশঙ্কায় অবশেষে পহেলা ফেব্রুয়ারী বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ইলিয়াছ হোসেন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান। যেহেতু মামলাগুলো হত্যা মামলা বা অজামিনযোগ্য নয়, তাই ইলিয়াছ হোসেন দুপুর দেড়টা নাগাদ জামিনে মুক্তি পান।
এ বিষয়ে জ্যাকব মিল্টন জানান; ওই মানহানিকর ভিডিওর ব্যাপারে আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াছ হোসেনের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে তিনি দ্রুত যথাযথ পদক্ষেপ নেবেন।তবে এ রিপোর্ট লেখার সময় ইলিয়াছ হোসেনের ইউটিউব চ্যানেলে সেই মানহানিকর ভিডিওটি পাওয়া যায়নি। ইলিয়াছ হোসেন আইনি ঝামেলা এড়াতে স্বপ্রনোদিত হয়েই ভিডিওটি সরিয়েছেন কিনা তা জানতে তার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।