ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় সাড়ে তিন মাস ধরে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার।
আল জাজিরা রোববার জানায়, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে উপত্যকায় কমপক্ষে ২৪ হাজার ৯২৭ ফিলিস্তিনি প্রাণ হারায়। গাজায় আহত হয় বিভিন্ন বয়সী অন্তত ৬২ হাজার ৩৮৮ জন।
গাজার শাসক দল হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে প্রাণঘাতী হামলা চালায়। এর জবাবে ওই দিন থেকেই উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তী সময়ে দেশটি গাজায় স্থল হামলাও শুরু করে।
ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়।
আল জাজিরার খবরে জানানো হয়, ইসরায়েল সর্বশেষ গাজার রাফাহর পাশাপাশি জাবালিয়া ও আল-বুরেইজ শরণার্থী শিবিরে হামলা চালায়। অন্যদিকে গাজার খান ইউনিসে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
এমন বাস্তবতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ফের স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার বিরোধিতা করে তিনি লিখেন, ‘ইসরায়েলের পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ…ফিলিস্তিন রাষ্ট্রের বিপরীত।’