মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ট্রেনের তিনটি বগিতে আগুন, ৪ মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৯, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা এক দিনের হরতালের শুরুতে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ৫টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে ফায়ার সার্ভিস।
তিনি জানান, তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পুলিশ প্রটেকশনে কাজ করে একটি বগি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগিতেও সার্চ করা হয়েছে। পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে বলেন, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তিনি জানান, নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিন। তাদের বাড়ি নেত্রকোনা।

সংবাদ প্রাপ্তির সূত্র: নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ - প্রবাস