সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ শিক্ষা ফোরাম’। শনিবার (১৪ অক্টোবর) দুবাইয়ের ক্রাউন প্লাজায় রোড শো শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
আয়োজকরা জানান, আমিরাতে অবস্থানরত ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি এবং ১০ লাখের বেশি বিদেশি শিক্ষার্থীকে দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হতে উৎসাহিত করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সাশ্রয়ী মূল্যের বিশ্বমানের শিক্ষার বিষয়টিও তুলে ধরবে।
আয়োজকরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের 639টি সরকারি, 580টি বেসরকারি স্কুলে মোট 25,000 অনাবাসী বাংলাদেশি (এনআরবি) শিক্ষার্থী এবং 1 মিলিয়নেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) ফোরামটির সহ-আয়োজক।
বাংলাদেশ শিক্ষা ফোরামের সংগঠক প্যান-এশিয়ান মিডিয়া এবং সংগঠকের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, তুলনামূলক কম খরচে উচ্চমানের শিক্ষার জন্য বাংলাদেশ একটি উদীয়মান দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। দেশে 163টি বিশ্ববিদ্যালয় এবং 115টি মেডিকেল কলেজ রয়েছে, যেখানে 4.6 লাখ বাংলাদেশি শিক্ষার্থী ছাড়াও 14,000 এরও বেশি বিদেশী শিক্ষার্থী অধ্যয়ন করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চ শিক্ষা প্রদান করছে।
তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একজন আন্তর্জাতিক শিক্ষার্থী বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত প্রতিষ্ঠান থেকে চার বছরের অনার্স ডিগ্রি পেতে প্রতি সেমিস্টারে ন্যূনতম ৫০০ মার্কিন ডলার খরচ করবে। অর্থাৎ চার বছরের কোর্সে খরচ হবে ৬-৮ হাজার মার্কিন ডলার। আবার পাঁচ বছরের এমবিবিএস ডিগ্রি ৩৫-৪০ হাজার ডলারে সম্পন্ন করা যায়, যা বর্তমান আন্তর্জাতিক মানের এমবিবিএস ডিগ্রির মধ্যে সবচেয়ে সাশ্রয়ী।
বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ভারতে পাড়ি জমায় বলে জানা যায়। কম খরচে উচ্চশিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশ এখন আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। এমন বাস্তবতায় ২০২২ সালে প্রথমবারের মতো দুবাইয়ে এই প্রদর্শনী (রোড শো) অনুষ্ঠিত হয়।