ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে, হামাস প্রথমবারের মতো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেছে। চলমান বিমান হামলা ঠেকাতে ফিলিস্তিনি সংস্থাও এটি ব্যবহার শুরু করেছে। ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোমের মতো পরিশীলিত না হলেও, হামাসের স্ব-নির্মিত বিমান প্রতিরক্ষা, ‘মাতবার-ওয়ান’ তেল আবিবে উদ্বেগ সৃষ্টি করেছে।