শনিবার , ২০ নভেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খালেদা জিয়ার চিকিৎসার পদক্ষেপ নিতে আহ্বান গণঅধিকার পরিষদের

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২০, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
খালেদা জিয়ার চিকিৎসার পদক্ষেপ নিতে আহ্বান গণঅধিকার পরিষদের

Spread the love

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নেন ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর।

খালেদা জিয়ার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন তারা। এসময় তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এরপর এক যৌথ বিবৃতিতে তারা বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। যিনি নিজেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে হয়রানি না করে তার মুক্তির ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব। তাই অসুস্থ খালেদা জিয়াকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দেশ-বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর আরও বলেন, বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় আইনের মারপ্যাঁচ না দেখিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে আহ্বান জানাই।

সরকারকে সতর্ক করে তারা বলেন, বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে এটা মানবাধিকার লঙ্ঘন হবে। যার জন্য বর্তমান সরকারকেও মুখোমুখি হতে হবে বিচারের।

সর্বশেষ - প্রবাস

Translate »