মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঠাকুরগাঁওয়ের ধনতলা ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৭, ২০২৩ ৫:১৫ পূর্বাহ্ণ

Spread the love

নবীন হাসান :ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।রোববার ৩ নং ধনতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইএসডিও এবং আইএলও এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় ৩ নং ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিডব্লিউজি এর সভাপতি সমর চ্যাটার্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী থানার এসআই আশরাফুল ইসলাম, চারোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ চ্যাটার্জী, ইউপি সদস্য তুষার চৌধুরী, সিএলএমএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও ইএসডিও উন্নয়নকর্মী মোস্তফা কামাল, সিএলএমএস প্রকল্পের উপজেলা ম্যানেজার নূর আলম প্রমুখ।

সভায় সিডব্লিউজি এর সভাপতি ও ৩ নং ধনতলা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সমর চ্যাটার্জি বলেন, শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে সরকার জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০ প্রণয়ন করে এবং শিশুশ্রম নিরসন সংক্রান্ত জাতীয় পরিকল্পনা গ্রহণ করে। যার মাধ্যমে বাংলাদেশকে ২০২১- ২০২৫ সালের মধ্যে শিশু শ্রম মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়.।এই লক্ষ্যকে সাফল্যমন্ডিত করার জন্য ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সহযোগিতায় সিএলএমএস প্রকল্পের মাধ্যমে সরাসরি ধনতলা ইউনিয়ন পরিষদের সাথে কাজ শুরু করে।

সিএলএমএস প্রকল্পের সহায়তায় ধনতলা ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন করে ক্রমান্বয়ে এলাকা জরিপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের চিহ্নিত করি। এতে করে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ১৭ জন শিশু চিহ্নিত করা হয়। জরিপকৃত শিশুর মধ্যে ১৪ বছরের কম বয়সি ১৩ জন শিশুকে স্কুলগামী, ১৭ বছর ৬ মাসের উর্ধ্বে ১ জন শিশুকে ভোকেশনাল প্রশিক্ষণের আওতায় এবং ১৫ থেকে ১৭ বছর বয়সি ৩ জনকে কম ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা হয়েছে।

এই কাজটি সম্পাদনের লক্ষ্যে সিএলএমএস প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে আমরা অভিভাবকদের সাথে বিশেষ করে শ্রমজীবী শিশুর অভিভাবক, দোকান মালিক, স্কুল শিক্ষকদের সাথে সভা করেছি। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজের দোকান পরিদর্শন করেছি। শ্রমজীবী শিশুর পরিবারকে যতদূর সম্ভব সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, শীতবস্ত্র প্রদান এবং স্কুলমুখী শিশুদের বিনামূল্যে স্কুলে ভর্তি ও পরীক্ষা সহ লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। স্কুলমুখী শ্রমজীবী শিশুর শিখন ঘাটতি পূরণের জন্য ফ্রি টিউশনের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ জনগণকে সচেতন করার জন্য পথ নাটক প্রদর্শন করা হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স এ কোন শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত না করার অঙ্গীকার যুক্ত সীল মারা হয়েছে।

প্রকল্পের মাধ্যমে পরিবার, নিয়োগকর্তা, শিক্ষক, সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন, স্থানীয় সরকার, বিভিন্ন স্তরের সরকারি প্রশাসন ও আইন প্রণেতা এবং সাংবাদিকসহ সিডব্লিউজি সদস্যদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ইউনিয়ন ঘোষণায় সকলকে সম্পৃক্ত করা হয়।

তিনি বলেন ইএসডিও ও সিএলএমএস প্রকল্পের প্রচেষ্টায় এবং স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় আজ থেকে ৩ নং ধনতলা ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করছি। পরবর্তীতে নতুন করে কোন শিশু যেন কোন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না হয় সে ব্যাপারে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি।
সবশেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - প্রবাস