সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঠাকুরগাঁওয়ে গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিএনএফ চেয়ারম্যান

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ২:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

নবীন হাসান : ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নং রহিমানপুর ইউনিয়ন, লক্ষীপুর গ্রাম, রিলিফ চেয়ারম্যানপাড়ায় চলমান গ্রাম দারিদ্র্যমুক্ত করন প্রকল্পের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে
মঙ্গলবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর চেয়ারম্যান, সাবেক সচিব মোঃ রেজাউল আহসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান (হান্নু)। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন ইএসডিওর ফোকাল পার্সন দেবাশীষ সরকার, এপিসি মোঃ খাতিবর রহমান সহ ইএসডিওর অন্যান্য কর্মকর্তারা। এর আগে বিভিন্ন সুবিধা ভোগীদের বাড়ি পরিদর্শন করা হয়।

উল্লেখ্য সদর উপজেলার রহিমনপুর ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে গ্রাম দারিদ্রমুক্তকরণ করার লক্ষ্যে অতিদারিদ্র ও অসহায় ২১৫টি পরিবারের মাঝে ৩৬টি টিউবওয়েল, ৮৫ টি ল্যাট্রিন,২২টি গাভী,মোটাতাজা করনের জন্য ১০ টি গরু, ১৮টি ভ্যান গাড়ি, ৫টি গৃহনির্মাণ, ২৫টি পাপোশ মেশিন ও ২৪টি উন্নত জাতের ব্লাক বেঙ্গল ছাগল অনুদান হিসেবে দেয়া হয়। এছাড়াও ২৫ জন নারীকে পাপোশ তৈরির প্রশিক্ষণ, দুজনকে রাজমিস্ত্রি ও রড বাইন্ডিং এর প্রশিক্ষণ দেয়া হয়।

সর্বশেষ - প্রবাস