বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

Spread the love

ঠাকুরগাঁও প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি কর্নেল মোঃ সোহরাব হোসেন, পিএসসি, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ( ৫০ বিজিবি) এর অধিনায়ক ও বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি লেঃ কর্নেল মো: তানজীর আহম্মদ, পদাতিক,ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক ও শিশু বিশেষজ্ঞ লেঃ কর্নেল বিপ্লব কুমার রাহা ,এফসিপিএস ,এএমসি, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ও বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি লে. কর্নেল নিশাত পারভীন এএমসি , বিদ্যোৎসাহী, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় এর, প্রধান শিক্ষক ইব্রাহিম হাবিব, ঠাকুরগাঁও বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইসরাত আরা।

শুরুতে বেলুন উড়ানোর মধ্যে দিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয় । এর পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবং সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - প্রবাস

Translate »