দেশে এতো ডলারের সংকট হতো না যদি ডলার পাচার না হতো। তাহলে প্রশ্ন উঠতেই পারে, কারা ডলার পাচার করেছে বা করে। প্রথমত: বেসিক বাচ্চুর মতো দুর্নীতিবাজরা যারা দেশের টাকা লুটে নিয়ে কানাডার বেগম পাড়ার মতো পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করছে।
প্রবাসে যেতে অনেক মানুষ প্রতিদিন সাথে নিয়ে যাচ্ছে নগদ ডলার। ভুয়া এলসি খোলার মাধ্যমেও পাচার হচ্ছে ডলার। এভাবে বিগত ১৬ বছর ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এসব টাকা দেশের বাইরে গেছে ডলার আকারে।
প্রবাসীদের মধ্যে অনেকেই হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠায়, তাতেও ডলার থেকে বঞ্চিত হচ্ছে দেশ। সুতরাং ডলার পাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তেমনি ভাবে বৈধ পথে কীভাবে প্রবাসীদের অধিকাংশ দেশে রেমিটেন্স আকারে পাঠাতে পারে তার উপায় বের করতে হবে।