প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠায়, সেটি ডলার আকারে জমা হয় রিজার্ভে। আর সেখান থেকে ডলার নিয়ে দেশের বাইরে পাচার করে এক শ্রেণীর দুরাচার। তারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় গড়ে তারা দেশে সম্মানীত। তাদের স্ত্রী সন্তানেরা থাকে কানাডার বেগম পাড়ার মতো বাড়িতে। আর প্রবাসীরা তাদের স্ত্রী সন্তানকে দেশের বfইরে নিতে পারেনা।
প্রবাসীরা দেশে আসলেই পদেপদে হন লাঞ্ছিত, অপমানিত। বিমান বন্দর থেকে শুরু করে দেশের বিভিন্ন সেক্টরে ন্যায্য সুবিধা থেকে তারা হয় বঞ্চিত। প্রবাসীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। কিন্তু তারা সারা জীবন শুধু যুদ্ধই করে যায়, কিন্তু তাদের প্রতি নেই নূন্যতম শ্রদ্ধা কিংবা সম্মান।
তাই, দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে অবদান রাখা এইসব প্রবাসীদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান ও তাদের প্রাপ্য সম্মান প্রদর্শণ আজ সময়ের দাবি।