ঠাকুরগাঁও প্রতিনিধি : : প্রত্যন্ত এলাকায় গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ, শিশুদের মাঝে গরম কাপড়, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও । শুক্রবার পীরগঞ্জ উপজেলার জশাইপাড়া গ্রামে ঠাকুরগাঁও জেলার ১৯৯৩ সালে এসএসসি ব্যাচের সমমনা বন্ধুদের স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত ৯৩ এই কর্মসূচি পালন করে ।
এ সময় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক উদ্দীপ্ত ৯৩ এর আহ্বায়ক ডাঃ শেখ মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য রেজাউল করিম রাজু, রনজিনা , শাহিনা আকতার শান্তা,আকতার,লায়লা আরজুমান স্বপ্না, নজরুল,আশরাফ সোহাগ, ওমর ফারুক, দশরথ দেবনাথ দুলাল, আ: বাতেন ডলার, কামরুন শাহীন, রুস্তম, বিজলী, সাদ্দাম সাদাব, জুয়েল, ফাতেমা নাসরিন, আনোয়ারুল, ফারজানা লাকি, হাসানুজ্জামান সুমন, নাজমুল হক নাজু, সাহান সোহেল রানা, জিন্না, শহীদ, শামস ইকবাল, অধীর, হাসান মাহমুদ জুয়েল ও তুষার সহ আরো অনেকেই।
এ সময় গ্রামের দুস্থ অসহায় মানুষরা শীতবস্ত্র এবং চিকিৎসা সেবা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে সংগঠনের সদস্যরা বলেন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ এবং গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছি। সকল সংকটময় মূহুর্তে আমরা এভাবেই জনসাধারণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।