রোমে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রোমের পিয়াচ্ছা ভিত্তোরিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার লুৎফুর রহমান আসিফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর সঞ্চালনায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক ব্যক্তিত্ব ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া।
সভায় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন ২০২১-এর প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সাবেক সহ সভাপতি আব্দুর রউফ ফকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারীসহ আওয়ামী অঙ্গ ও সংগঠনের সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, সাবেক সদস্য মজিবুর সিকদার, সাবেক সদস্য নান্নু ফকির, ইতালি আওয়ামী লীগ নেতা লিটন মোহাম্মদ, এ আর আহমেদ তপু, বিক্রম পাল, তাজরুল ইসলাম ফিরোজ, সুমন মজিবর, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা দেলোয়ার, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, সাংগঠনিক সম্পাদক রাজীব রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইতালি যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহজাহান সাজু, ইতালি যুবলীগ নেতা ইমরুল কায়েছ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ইতালির সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক রনি আহমেদ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, বঙ্গবন্ধু পরিষদ ইতালি শাখার সভাপতি নুরুল কবির, সহ সভাপতি ফিরোজ হাওলাদার প্রমুখ।
এসময় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আলোচনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসার সারমর্ম তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ আছে। যেকোনো জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ থাকবে ভবিষ্যতেও। একই সঙ্গে যারা প্রবাসে বসে দেশের ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মাইনুল কবির জুয়েল, ইলিয়াস মোল্লা, নুর ইসলাম পান্না, মীর পলাশ, গাউসুল সহ ইতালি আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।