নবীন হাসান : সীমান্তবর্তী এলাকায় গরীব ও দুস্থ ৫শত মানুষের মাঝে কম্বল বিতরণ, মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে বিজিবি।ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর ব্যবস্থাপনায় সদর দপ্তর বিজিবির নির্দেশনায় বুধবার দিনব্যাপী হরিপুর বিওপি এলাকার শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, পিএসসিএ এবং ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবি এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
এ সময় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ কাউসার হোসেন ।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর অধিনায়ক বলেন সীমান্তবর্তী এলাকায় ৫০০ জন স্থানীয় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ এবং গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছি। সকল সংকটময় মূহুর্তে বিজিবি এভাবেই সীমান্তর্তী জনসাধারণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ ছাড়াও অনুষ্ঠানে কোম্পানী/বিওপি কমান্ডারগণ সহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।