রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খন্দকার মাহবুব হোসেনের প্রথম জানাজা বসুন্ধরায়, দাফন আজিমপুরে

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১, ২০২৩ ৫:৩৯ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ছাপড়া মসজিদে। আর তাকে দাফন করা হবে আজিমপুরে।

বিএনপি দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার বাদ ফজর প্রথম জানাজা হবে। এরপর সকাল ৯টায় দ্বিতীয় জানাজা হবে মিরপুরে চক্ষু হাসপাতালে (বিএনএসবি)। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে, দুপুর ১২টা চৌধুরীপাড়া মাটির মসজিদ, দুপুর ২টা ৩০ মিনিট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে খন্দকার মাহবুব হোসেনকে।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হঠাৎ ফুসফুসে পানি আসায় গত সোমবার (২৬ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।

সর্বশেষ - সাহিত্য