সরকার প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস (National Expatriates’ Day)’ ঘোষণা এবং দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবার বেশি জাঁকজমকপূর্ণ না হলেও প্রতি বছর দিবসটি উদযাপন করা হবে বলে জানা গেছে। প্রশ্ন হলো বছরে একটি দিবস পালন করেই কি প্রবাসীদের সব সমস্যা সমাধান করা যাবে? দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রবাসীরা দেশের জন্য শুধু খেটেই গেলো, কিন্তু কাঙ্খিত সুযোগ সুবিধা তারা পায়নি। তাই বলবো প্রবাসীদের সুখ-দু:খের কথা তাদের কাছ থেকেই শুনুন এবং সমাধানের চেষ্টা করুন। প্রবাসীদের জন্য একটি দিন ঠিক করে সেদিন সরকারি টাকা পয়সা খরচ করে উৎসব পালনের কোনো প্রয়োজন দেখছিনা।