মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আর্জেন্টিনার খেলা উপলক্ষে লাখ টাকার গরু দিয়ে ভূরিভোজের আয়োজন 

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২০, ২০২২ ৭:১৬ পূর্বাহ্ণ

Spread the love

কাতার বিশ্বকাপ ফুটবল ফাইনালের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। আর এ ফাইনাল খেলায় মুখোমুখি হবে ফুটবলের জাদুকর লিওনেল মেসির দল আর্জেন্টিনা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফাইনালে আর্জেন্টিনার খেলা উপলক্ষে প্রিয় দলকে শুভকামনা জানিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় লাখ টাকার গরু জবাই দিয়ে ভূরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকেরা।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার কুশলা ইউনিয়নের পবনপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোটিং ক্লাব মাঠে গরু জবাই করে এ আয়োজন করা হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে বাঁধা লাখ টাকা দিয়ে কেনা গরু। এদিকে সকাল থেকে পবনপাড় গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকরা ক্লাব চত্বরে জড়ো হয়ে আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ উল্লাস করছেন। আবার কেউ বা দলে দলে আর্জেন্টিনার জার্সি পরে মিছিলের মাধ্যমে মাঠে প্রবেশ করছেন। এ সময় তারা আর্জেন্টিনাকে শুভ কামনা জানান এবং ফাইনালে আর্জেন্টিনা জিতে চ্যাম্পিয়ন হয়ে মেসির হাতে বিশ্বকাপ উঠবে বলে আশা তাদের।

এক আর্জেন্টিনার সমর্থক ঢাকা পোস্টকে বলেন, আজ আমাদের ৩৬ বছরের দুঃখ ঘুচতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী মেসির হাতে বিশ্বকাপটি উঠবে। তাই তো আমরা আর্জেন্টিনার সমর্থকেরা মিলে লাখ টাকার গরু কিনে ভূরিভোজের আয়োজন করেছি। জন্মের পর থেকেই আর্জেন্টিনার সমর্থক আমি। প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে।

কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোটিং ক্লাব এর সভাপতি কেএম নুরুমিয়া বলেন, প্রজেক্টেরের মাধ্যমে আমাদের গ্রামের সবাই আজ এক সঙ্গে আর্জেন্টিনার খেলা উপভোগ করব। ইনশাআল্লাহ আমাদের প্রিয় দল আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ উঠবে আজ। প্রিয় দলের জন্য অনেক শুভকামনা রইল।

সর্বশেষ - প্রবাস

Translate »