নবীন হাসান : ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দুই দিনব্যাপী ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব ।ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং হেকস /ইপার এর সহায়তায় গোবিন্দনগর এ অবস্থিত ইএসডিও প্রধান কার্যালয়ের ইএসডিও অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতেই প্রথম অধিবেশনে থাকে আনুষ্ঠানিক উদ্বোধনী অধিবেশন।জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং উৎসব পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত উৎসব সঙ্গীত এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়। এবং তারপরেই ইএসডিও প্রধান কার্যালয়ে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীরঙ্গনা সীতা হেমব্রম উদ্বোধনী অধিবেশনে অনুষ্ঠানের উদ্বোধন করেন । বেলুন সহ লগো উড্ডয়নের মাধ্যমে সম্মেলনের শুভ সুচনা করেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। গেস্ট অফ অনার ছিলেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন হেকস্/ইপার এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী।
এসময় অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং ঠাকুরগাঁও জেলার একমাত্র মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয় ৭১ এর রেপ্লিকা তুলে দেন ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ইএসডিও’র পরিচালক প্রশাসন ড. সেলিমা আখতার।
এরপরে সমতলের ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর বিদ্যমান সংকট ও উত্তরণের পন্থা বিষয়ক আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.রোবায়েত ফেরদৌস। আলোচক ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ডীন ড. তুহিন ওয়াদুদ, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান মো: জুয়েল আহমেদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ ও সাবেক অধ্যাপক প্রফেসর শফি আহমেদ।
পরে উত্তরবঙ্গের কৃষক বিদ্রোহ ও প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোঃ ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মণ। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.ওয়ারদাতুল আকমাম এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান জামিল।
পরিশেষে সমতলের ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর জীবন সংগ্রামের গল্প নিয়ে তৃণমূল সংলাপ অনুষ্ঠিত হয়। যেখানে আলোচক ছিলেন নারগুন কহরপাড়া ভিডিসির সভানেত্রী আরতি মার্ডি,পীরগঞ্জের বৈরচুনা গিলাবাড়ী ভিডিসির সভানেত্রী সরলা মূর্মূ এবং রানীশংকৈলের হোসেনগাঁও রাউতনগর ভিডিসির সভাপতি সিংরাই সরেন।এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.রোবায়েত ফেরদৌস।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যাপক ড. সেলিমা আখতার।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র- যুব ক্লাব এবং সামাজিক সংগঠন,সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ,একাডেমিয়া (বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি), বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও, সাংবাদিক, উপজেলা এবং জেলা এ্যাডভোকেসি প্ল্যাটফর্মের প্রতিনিধি।