পর্তুগালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তার নাম মোহাম্মদ আবু কায়েস (৩৮)। তিনি পর্তুগালের কভিলা শহরে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে হেঁটে কর্মস্থল থেকে ফেরার পথে পেছন থেকে আবু কায়েসকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাবুলেন্স হাজির হয়।
একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক কায়েসকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আবু কায়েস চলতি বছরের ১০ নভেম্বর কৃষি ভিসায় পর্তুগালে গিয়েছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজলোয়। পরিবারে তার স্ত্রী এবং তিন কন্যা সন্তান রয়েছে।
এদিকে প্রবাসীর অকাল মৃত্যুতে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির পক্ষ থেকে তার মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।