রবিবার , ২৮ নভেম্বর ২০২১ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সুইজারল্যান্ড না গিয়ে দেশে ফিরলেন জাহিদ মালেক

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২৮, ২০২১ ৯:৪৩ পূর্বাহ্ণ
সুইজারল্যান্ড না গিয়ে দেশে ফিরলেন জাহিদ মালেক

Spread the love

সুইজারল্যান্ডে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার রাতে দুবাই থেকে একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। 

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

গতকাল শনিবার সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওনা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে আসেন তিনি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলা করার বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন। বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্য খাতের প্রস্তুতির সর্বশেষ তথ্য দেশবাসীকে জানাবেন। 

তবে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে তা উল্লেখ করা হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ - সাহিত্য

Translate »