ঠাকুরগাঁওয়ে ব্যক্তিগত মালিকানাধীন জমি, খেলার মাঠ দাবীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী জমির মালিক গন। আজ দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী জমির মালিক ও তার পরিবারের সদস্যরা । পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে ।
এসময় বক্তব্য রাখেন মোঃ নুরুল হুদা, মিজানুর রহমান, জুলফিকার আলী ভুট্টো,সজল চৌধুরী,ফখরুল ইসলাম জুয়েল প্রমুখ।
এ সময় বক্তারা দাবি করেন, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ১ একর ৮৪ শতক জমি উত্তরাধিকারসূত্রে তারা মালিক। কিন্তু সে জমি বিক্রি করতে গেলে একটি চক্র ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় চক্রটি সেই জমি খেলার মাঠ হিসেবে দাবি করছে।এবং জমির মালিকদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে আসছে। তাদের দাবি উত্তরাধিকার সূত্রে জমির ৩৪ জন ওয়ারিশ ফখরুল ইসলাম জুয়েল ও সজল কুমার চৌধুরীর কাছে বিক্রির উদ্দেশ্যে বায়নামা রেজিস্ট্রি করে। এরপরে বিক্রিত জমি ক্রেতাদের কাছে দখল বুঝিয়ে দেয়ার সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় । এই হামলায় জমির ক্রেতা সজল চৌধুরী কোনরকমে প্রাণে বেঁচে গেছেন। এই ঘটনার পরে জমি ক্রেতাগণ ঠাকুরগাঁও সদর থানায় তিনটি মামলা করেছেন। এছাড়াও জানমালের নিরাপত্তার জন্য আদালতে মামলা আনায়ন করা হয়। মামলার পর থেকেই জমি ক্রেতা সজল চৌধুরীকে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ কারণে তিনি বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না বলে দাবি তাদের।