নবীন হাসান : ”যুব শক্তিতেই দেশের আর্থ-সামাজিক মুক্তি” এই প্রতিপাদ্যকে উপজীব্য করে ঠাকুরগাঁওয়ে যুব সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে । ইএসডিও’র আয়োজনে এবং এডুকো বাংলাদেশের সহযোগিতায় বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
দুপুরে আলোচনা সভা, যুব চ্যাম্পিয়ন সম্মাননা প্রদান,সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন ।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি,সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) কামরুল হাসান ,রাণীশংকৈল সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজীত সাহা, রাণীশংকৈল শিক্ষা অফিসার মোঃ রহিম উদ্দিন, রাণীশংকৈল উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আনোয়ার হোসেন, এডুকো বাংলাদেশ এর অ্যাডোলেসেন্ট-ইয়ুথ অ্যান্ড জেন্ডার স্পেশালিষ্ট সাদিয়া করিম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান।
এর আগে সকালে নিবন্ধনের পরেই লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান উপলক্ষে যুব র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি উপজেলা ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর উদ্বোধক ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম।
এরপরে ক্রীড়া কার্যক্রমের উদ্বোধন হয়। ক্রীড়া কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গা টুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি এর প্রতিষ্ঠাতা ও পরিচালক রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম। ক্রীড়া কার্যক্রমে মেয়েদের ফুটবল ও ছেলেদের ভলিবল চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
এরপরে আবৃতি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি সইদুল হক। প্রধান অতিথি ছিলেন রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান ।
উল্লেখ্য রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন কমিউনিটি তে কিশোর-কিশোরী ও যুবকদের নিয়ে চল্লিশটি ক্লাব রয়েছে । যে ক্লাবগুলোতে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা হয়।সেই ক্লাবের সাড়ে ৫শত জন সদস্য এই সম্মেলনে অংশ নেয়।